ঢাকা রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫, ১৫ই পৌষ ১৪৩২


জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র


২০ ডিসেম্বর ২০২২ ০২:০১

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

শনিবার থেকে ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ যুক্ত হয় জাতীয় গ্রিডে।

প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয় এ বছরের আগস্টে।

ধারাবাহিক সফলতার পর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। আগামী বছরের জুনের মধ্যে ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটিও চালুর আশা কর্তৃপক্ষের।

রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার কোটি টাকা।

আইকে