ঢাকা মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫, ১লা শ্রাবণ ১৪৩২


ভোলায় যুবলীগ এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত


১৭ ডিসেম্বর ২০২২ ০৭:৪৫

ভোলায় যুবলীগ এর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।যুবলীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য , দেশ বরণ্য অর্থনীতি ড. আশিকুর রহমান শান্ত এর সার্বিক দিকনির্দেশনায়, জেলা যুবলীগের এর সভাপতি পদপ্রার্থী মোস্তাক আহমেদ শাহীন এর নেতৃত্ব মহান বিজয় দিবস পালন করে ভোলা জেলা যুবলীগ।

দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে ভোলা জেলা যুবলীগের এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে একটি বিজয় রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভোলা শহরের মুসলিম পাড়া জেলা যুবলীগ এর কার্যালয়ে এশে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা যুবলীগ লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাইনুল ইসলাম তুহিন মোল্লা, যুবলীগ নেতা রাজিব হাসান লিপু, যুবলীগ নেতা ফয়সাল বাবু,এ,জেট মনিরুল ইসলাম, যুবলীগ নেতা মনিরুল ইসলাম, যুবলীগ নেতা নওশাদ হোসেন মুন,স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপ্রতি সাখাওয়াত হোসেন রনি, আমিনুল ইসলাম কচি, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন নয়নসহ আওয়ামীযুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।