ঢাকা মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫, ১লা শ্রাবণ ১৪৩২


আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি


৯ ডিসেম্বর ২০২২ ০৪:০৩

গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

একই সময় উপস্থিত হন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ডিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটে রাজারবাগ পুলিশ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহর পৌঁছায়।

এর আগে দুপুরে ডিএমপির যুগ্ম-কমিশনার (অপস) বিপ্লব কুমার সরকার বলেন, বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের ৩৩ জন সদস্য আহত হয়েছে। তাদের অনেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আইকে