ঢাকা শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫, ৪ঠা শ্রাবণ ১৪৩২


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দুঃখজনক: তাজুল ইসলাম


২১ অক্টোবর ২০২২ ০১:১৪

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেন, যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যারা ডেঙ্গুতে মারা যাচ্ছে, তারা অন্য রোগে ভুগছিল। তারপরও কোনো মৃত্যুই প্রত্যাশিত নয়।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে হ্যান্ড হাইজিন রোডম্যাপ ফর অল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এডিস মশা নির্মুলে সকল পর্যায়ে সচেতনতা প্রয়োজন। এডিস মশা থেকে বাঁচতে রাজধানীর দুই মেয়রকে চিরুনি অভিযান শুরুর আহ্বান জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তাজুল ইসলাম।

আলোচনায় স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, শুধু সভা-সেমিনার আয়োজন করে নয়, তৃণমূল মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে পারলেই ২০৩০-এর মাঝে সার্বজনীন হাত ধোয়ার লক্ষ্য বাংলাদেশ অর্জন করতে পারবে।