ঢাকা শনিবার, ১৯শে জুলাই ২০২৫, ৪ঠা শ্রাবণ ১৪৩২


ব্রুনাইয়ের সঙ্গে ৫ চুক্তি-সমঝোতা সই হতে পারে


১২ অক্টোবর ২০২২ ০২:০৩

ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহর বাংলাদেশ সফরে ৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ মঙ্গলবার নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘ব্রুনাইয়ের সঙ্গে জ্বালানি নিয়ে আলোচনা করছি। দেশটির সঙ্গে দ্বি-পাক্ষিক বিমান চলাচল চুক্তি, বাংলাদেশি জনশক্তি নিয়োগ সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, নাবিকদের সার্টিফিকেট দেওয়াসহ পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।’

বর্তমানে বাংলাদেশি প্রায় ২০ থেকে ২৫ হাজার কর্মী ব্রুনাইয়ে কাজ করছেন বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

জানা গেছে, আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর তিন দিনের সফরে আসবেন ব্রুনাইয়ের সুলতান।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে ব্রুনাই সফর করেছিলেন। সে সময় দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছিল। ব্রুনাইয়ের সুলতানের বাংলাদেশ সফরে এই সমঝোতা স্মারকগুলো কার্যকরের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।