হুমাইরার মৃত্যু নিয়ে ‘বাড়াবাড়ি’ বন্ধের আহ্বান পাকিস্তানি পপ তারকার

পাকিস্তানের মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন দেশটির জনপ্রিয় পপ গায়িকা হাদিকা কিয়ানি।এক সোশ্যাল মিডিয়া পোস্টে কিয়ানি অনুরোধ করেছেন, কেউ যেন হুমাইরা ও তার পরিবারের ব্যক্তিগত শোককে জনসম্মুখে আলোচনার উপকরণ না বানান।
এ নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়ে পপ তারকা বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করছি, হুমায়রা আসগরের জীবন এবং তার পরিবারের শোককে জনদর্শনের বস্তুতে পরিণত করবেন না। দয়া করে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন এবং প্রত্যেকে নিজেদের জীবনের দিকে মনোনিবেশ করুন’।
অন্যদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির সঙ্গে একান্ত আলাপচারিতায় হুমাইরার বড় ভাইয়ের স্ত্রী দাবি করেন, অভিনেত্রী হুমাইরার শোবিজে কাজ করার সিদ্ধান্তের কারণেই পরিবারের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়।
নাবিদ আসগরপত্নী বলেন, ‘হুমাইরার পরিবার শুরু থেকেই চায়নি যে তিনি শোবিজে কাজ করুন। তার পেশাগত পথ বেছে নেওয়াটা পরিবারের বহু সদস্য, বিশেষত তার বড় ভাইয়ের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন তৈরি করে।’