ঢাকা শনিবার, ১৯শে জুলাই ২০২৫, ৪ঠা শ্রাবণ ১৪৩২


শিল্পী সমরজিৎ রায় চৌধুরী মারা গেছেন


১০ অক্টোবর ২০২২ ০৬:০১

শিল্পী সমরজিৎ রায় চৌধুরী আর নেই।

রোববার (৯ অক্টোবর) দুপু‌রে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল  করেন।

ঢাবি চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আগামীকাল সোমবার সকাল ১০টায় শ্রদ্ধা জানাতে তার মরদেহ চারুকলা ইনস্টিটিউটে রাখা হবে।

১৯৩৭ সা‌লে জন্ম নেওয়া সমরজিৎ রায় চৌধুরী গ্রাফিক ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জন করলেও প্রথম থেকেই সৃজনশীল সুকুমার শিল্পচর্চায় করেছেন এবং নিরীক্ষাধর্মী শিল্পচর্চার সঙ্গে জড়িত ছিলেন। চিত্রকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৪ সালে তাকে একুশে পদকে ভূষিত করে।