ঢাকা রবিবার, ২০শে জুলাই ২০২৫, ৬ই শ্রাবণ ১৪৩২


খাদ্য পর্যাপ্ত পরিমাণ মজুত আছে, হাহাকারের সুযোগ নেই: খাদ্যমন্ত্রী


১৪ সেপ্টেম্বর ২০২২ ০২:০৮

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে এখনো পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত আছে, তাতে হাহাকারের কোনো সুযোগ নেই।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, গমের সমস্যা হবে না, গম আসছে। জেলা পর্যায়ে ১ অক্টোবর থেকে প্রতি ডিলারকে ১ টন করে এটি দেওয়া শুরু করব। এটা প্যাকেটজাত করা যায় কিনা সে বিষয়ে চিন্তা করছি।

তিনি বলেন, বর্তমানে চালের কোনো ঘাটতি নেই। বাজারে যারা মিনিকেট নামে চাল বাজার জাতকরণ করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন তৈরি করা হচ্ছে। প্যাকেটের গায়ে ধানের জাতের নাম লিখতে হবে। একই সঙ্গে চাল বেশি পলিশ করা যাবে না।

তিনি আরও বলেন, দুর্যোগ ও বন্যার কথা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।