ঢাকা শুক্রবার, ২৬শে ডিসেম্বর ২০২৫, ১৩ই পৌষ ১৪৩২


ওবায়দুল কাদেরের সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ


১৪ সেপ্টেম্বর ২০২২ ০১:৫৫

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বিদায়ী সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বিদায়ী হাইকমিশনার দোরাইস্বামী ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ওবায়দুল কাদেরের নেতৃত্বের প্রশংসা করেন।

এ ছাড়া ভারতের ঋণ সহায়তার আওতায় যেসব চলমান প্রকল্প আছে তা দ্রুত ভালোভাবে শেষ করতে তাকে ও তার টিমকে পরামর্শ দেওয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান বিক্রম কুমার দোরাইস্বামী।