ঢাকা শুক্রবার, ২৬শে ডিসেম্বর ২০২৫, ১৩ই পৌষ ১৪৩২


প্রধানমন্ত্রীর ভারত সফরে দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা সফল হয়েছে: বাণিজ্যমন্ত্রী


১১ সেপ্টেম্বর ২০২২ ০২:০৪

প্রধানমন্ত্রীর ভারত সফরে দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা সফল হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার সকালে রংপুর সফরে এসে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত জ্বালানি, পরিবহন ও অ্যাগ্রো প্রসেসিংয়ে বিনিয়োগে উৎসাহ দেখিয়েছে। তিস্তাসহ অভিন্ন সব নদী নিয়ে আলোচনা বেশ ফলপ্রসূ হয়েছে বলেও জানান মন্ত্রী।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বৈশ্বিক অবস্থার কারণে সব জিনিসের দাম বেড়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে আমাদের লোকাল পরিবহন এবং সব কিছুর ওপরই প্রভাব পড়েছে। ডলারের দাম কমা শুরু করেছে। আমার মনে হয় শীঘ্রই জ্বালানি তেলের কিছু দাম কমবে। সার্বিক অবস্থা যেটা বলতে পারি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমে আসবে।