ঢাকা শুক্রবার, ২৬শে ডিসেম্বর ২০২৫, ১৩ই পৌষ ১৪৩২


মেট্রোরেলে কিলো প্রতি ৫ ও সর্বনিম্ন ২০ টাকা ভাড়া নির্ধারণ


৭ সেপ্টেম্বর ২০২২ ০০:২৪

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলের ভাড়া কিলোমিটার প্রতি ৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে মেট্রোরেল চালু হবে। তবে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চলার কথা থাকলেও আপাতত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় মেট্রোরেলের ডিপো এলাকায় ‘মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্র’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গত ২২ আগস্ট এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, বাংলাদেশে প্রথম মেট্রোরেল আগামী ডিসেম্বরে চালু হওয়ার পর শুরুতে ১০ মিনিট পরপর একটি করে ট্রেন চালানো হবে। যাত্রীরা মেট্রোরেলে চলাচলে অভ্যস্ত হয়ে উঠলে এবং যাত্রীদের সংখ্যা বাড়লে ট্রেন চলাচলের বিরতি কমিয়ে প্রতি সাড়ে তিন মিনিট পরপর একটি করে ট্রেন চলাচল করবে। সকাল ৬টা থেকে দুই দিকে রাত ১২টা পর্যন্ত এসব ট্রেন চলাচল করবে।