ঢাকা শুক্রবার, ২৬শে ডিসেম্বর ২০২৫, ১২ই পৌষ ১৪৩২


মায়ানমারের মর্টার পড়ার ঘটনায় কড়া প্রতিবাদ বাংলাদেশের


৩০ আগস্ট ২০২২ ০৪:১৯

ছবি- সংগৃহিত

বান্দরবানের ঘুমধুম এলাকায় মায়ানমার থেকে ছোড়া দুটি মর্টার শেল পড়ার ঘটনায় রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

সোমবার রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে ডেকে এই প্রতিবাদ জানানো হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মর্টারশেল পরার ঘটনায় বিষয়ে প্রশ্নের জবাবে মাসুদ বিন মোমেন বলেন, ‘মিয়ানমার ইস্যুতে রাষ্ট্রদূতকে আজকে আমরা ডেকেছি। তাদেরকে একটা নোট ভার্বালের মাধ্যমে কড়া প্রতিবাদ জানিয়েছি, এ ধরনের ঘটনা আর যাতে না হয়। এ ঘটনা যে ঘটেছে সেটার জন্যও আমরা তীব্র নিন্দা জানিয়েছি।

এর আগে রবিবার বিকালে মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টার শেল বান্দরবানের ঘুমধুমের তুমব্রু উত্তর মসজিদের কাছে ভূপতিত হয়। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি। এতে হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক বিরাজ করে স্থানীয় গ্রামবাসীদের মাঝে।

এদিন পরররাষ্ট্র সচিব মাসুদ রবিবার বলেছিলেন, অবিস্ফোরিত মর্টার শেল পড়ার বিষয়টি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, সেটা খতিয়ে দেখা হবে।