ঢাকা শুক্রবার, ২৬শে ডিসেম্বর ২০২৫, ১২ই পৌষ ১৪৩২


আমেরিকা ’৭১ এর পরাজয়ের প্রতিশোধ নেয় ’৭৫ সালে: ওবায়দুল কাদের


১৯ আগস্ট ২০২২ ০১:৪৩

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আপন লোকের বিশ্বাসঘাতকতায় বঙ্গবন্ধুকে সপরিবারে প্রাণ দিতে হয়েছে। বঙ্গবন্ধুকে বাঁচাতে সেদিন কোনো রাজনৈতিক নেতা এগিয়ে আসেননি। এই দায় রাজনীতিকদের নিতে হবে। আমেরিকা ’৭১ এর পরাজয়ের প্রতিশোধ নেয় ’৭৫ সালে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধুর হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত উল্লেখ করে তিনি বলেন, ’৭৫ এর খুনিদের চাকরি দিয়ে পুনর্বাসন করেছে জিয়াউর রহমান। সবচেয়ে খারাপ কাজ করেছে খুনিদের দায়মুক্তি দিয়ে।

আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে আন্দোলনে জয়ী হয়ে নির্বাচনে গেলে বিজয়ী হওয়া যায়, ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়া যায় না। আন্দোলনের সোনার হরিণ বিএনপির কাছে ধরা দিচ্ছে না, তাই ক্ষমতার ময়ূর সিংহাসন দূরের কথা।