ঢাকা শুক্রবার, ২৬শে ডিসেম্বর ২০২৫, ১২ই পৌষ ১৪৩২


জাতিসংঘের উচিত ফিলিস্তিন ও মিয়ানমারের দিকে নজর দেয়া: তথ্যমন্ত্রী


১৯ আগস্ট ২০২২ ০১:৩২

জাতিসংঘের মানবাধিকার কমিশনারকে ফিলিস্তিন ও মিয়ানমারের দিকে নজর দেয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মানবাধিকার কমিশনার গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা বলছেন। কিন্তু এখানে ২০১৪-১৫ সালে আগুন সন্ত্রাসের কারণে যারা নিহত-আহত হয়েছেন, তাদের স্বজনদের সাথে কথা বলা উচিত।

হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সে তুলনায় অনেক ভালো।

সকলের নিরাপত্তার জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এই আইনের যেন অপপ্রয়োগ না হয় সে বিষয়ে সরকার সচেতন আছে বলেও জানান তথ্যমন্ত্রী।