ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে ডিসেম্বর ২০২৫, ১২ই পৌষ ১৪৩২


জিনিসপত্রের দাম বাড়ায় কেউ মারা যায়নি : পরিকল্পনামন্ত্রী


১১ আগস্ট ২০২২ ০৪:৩৮

‘জিনিসপত্রের দাম বাড়ায় এখনও কেউ মারা যায়নি’ বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার (১০ আগস্ট) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উচ্চবিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার। যারা আমাদের পছন্দ করে না তারা বলছে, জিনিসপত্রের দাম বেড়েছে, মানুষ মরে যাবে। জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে সত্য, তবে জিনিসপত্রের দাম বাড়ায় এখনও কেউ মারা যায়নি, আশা করি মরবেও না।

তিনি বলেন, প্রতিদিন ২-৩ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় মানুষের কষ্ট হচ্ছে। যুদ্ধের কারণে তেল-গ্যাস বন্ধ হয়ে গেছে। একটি মহল তিন মাস আগ থেকে বলছে, দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। আমরা বলেছিলাম হবে না। আর মাত্র একটি মাস আমরা আগের জায়গায় ফিরে যাব।

এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বাজবে না। আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে, ওপরে ফেলা অসম্ভব।

তিনি বলেন, সেনাবাহিনীর বন্দুকের জোরে বিএনপি ক্ষমতায় এসেছিল, আওয়ামী লীগ আসে নাই। বিদায় ঘন্টা না, কোনো ঘণ্টা বাজানোর ভয়ভীতি আওয়ামী লীগের নেই।