ঢাকা মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২


হেলেনা জাহাঙ্গীর আটক


৩০ জুলাই ২০২১ ০৬:৪২

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটি থেকে সদ‌্য বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে গুলশান-২ নম্বরের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযান শেষে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান জানান, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়েছে।’

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্য পদ হারিয়েছেন হেলেনা জাহাঙ্গীর। জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবে পরিচয় দেন। সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। তা নিয়ে সংবাদমাধ‌্যম ও সামাজিক যোগাযোগ মাধ‌্যমে আলোচনা-সমালোচনা চলছে।