ঢাকা মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২


শিল্পপতি দ্বীন মোহাম্মদ মারা গেছেন


২৭ এপ্রিল ২০২১ ১৮:৫৩

ফিনিক্স গ্রুপ ও সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পপতি দ্বীন মোহাম্মদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার দিনগত রাত ১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

এদিন বাদ জোহর লালবাগ শাহী মসজিদে তার জানাজা হবে।

ফিনিক্স গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠাগুলো: ফিনিক্স বিমা সংস্থা লিমিটেড, ফিনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, ফিনিক্স স্পিনিং মিলস লিমিটেড।

ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেডের নামে একটি ব্রোকারেজ হাউস রয়েছে।

দ্বীন মোহাম্মদ ১৯৩৮ সালের ৩ আগস্ট জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে ব্যবসায়িক জীবন শুরু করেন। তিনি ১৯৬২ সালে শিল্পে প্রবেশ করেন।

১৯৯১ সালে মরহুম মাওলানা আকরাম খা গোল্ড মেডেল (শিল্পায়ন) এবং ১৯৯৯ সালে তিনি জগদীশ চন্দ্র স্বর্ণপদক পেয়েছিলেন।