ঢাকা শুক্রবার, ১লা আগস্ট ২০২৫, ১৮ই শ্রাবণ ১৪৩২


সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী


২৫ মার্চ ২০২১ ২০:০৫

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে এ ভাষণ সম্প্রচার করা হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল প্রধানমন্ত্রীর এ ভাষণ সরাসরি সম্প্রচার করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাঁর ভাষণ সম্প্রচার হবে।