ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে ডিসেম্বর ২০২৫, ১১ই পৌষ ১৪৩২


ত্রুটিযুক্ত পোশাকে ক্লোজ হলো ওসি


১৮ মার্চ ২০২১ ০৮:১১

সংগৃহিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালি থানার অফিসার ইনচার্জ ওসি জিল্লুর রহমানকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। বুধবার বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ এর নির্দেশনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করেন। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ত্রুটিযুক্ত ড্রেস পরে যাওয়া ও পরে ফেসবুকে ছবি দেয়ায় তাকে ক্লোজড করা হয়।

নাম না প্রকাশ করার শর্তে আরএমপির এক পুলিশ কর্মকর্তা জানান, তিনি যে টিউনিক পরে গিয়েছিলেন সেটি প্রোপার নয়, ভেতরে সাদা শার্ট টাই হবেনা। এছাড়াও তিনি ফিল্ড ক্যাপ পরে গেছেন। এরপর সেই ছবি ফেসবুকে আপলোড করেন। ছবিটি এআইজি মিডিয়ার নজরে আসলে পুলিশের আইজিপি দেখার পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়। এরপরেই আরএমপি কমিশনার তাকে থানা থেকে ক্লোজড করেন।

বর্তমানে কাটাখালী থানার দায়িত্ব আছেন ওসি তদন্ত মতিয়ার রহমান। তিনি বলেন, এখন ওসি স্যারের সেট আমার কাছে আছে। স্যার কে থানা থেকে বদলি করা হয়েছে। এর বেশি কিছু জানা নেই। রাত ৮ টায় স্যার থানা থেকে চলে গেছেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর গোলাম কুদ্দুস বলেন, ইউনিফর্ম পরা সমস্যা হয়েছে। তবে তাকে ক্লোজড করা হয়েছে কিনা সে বিষয়টি আমার জানা নেই।