ঢাকা বৃহঃস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫, ১৭ই শ্রাবণ ১৪৩২


কোন কিছুতেই পাকিস্তান আমাদের ধারে কাছে নেই: বাণিজ্য মন্ত্রী


১৬ মার্চ ২০২১ ১৭:০৭

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গত ১২ বছরে দেশে অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়ন ও অগ্রগতির কোন কিছুতেই পাকিস্তান আমাদের ধারে কাছে নেই।

গতকাল সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা নির্মাণ করতে চেয়েছিলেন। সোনার বাংলা মানে দেশের জনগণ ভাল থাকবে, উন্নত জীবন পাবে, শিক্ষিত হবে, বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার মাধ্যমে সকল উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। বঙ্গবন্ধুকে হত্যা করার অন্যতম উদ্দেশ্য ছিল বাংলাদেশকে পাকিস্তান বানানো। কারণ বঙ্গবন্ধুর হত্যাকারিদের বাংলাদেশ পছন্দ হয়নি, তারা চেয়েছিল পাকিস্তানের ভাবধারায় ফিরে যেতে। দীর্ঘ ২১ বছর তারা চায়নি দেশের উন্নয়ন হোক।