টিকা নিয়েও করোনায় মারা গেলেন এমপি সামাদ

করোনায় আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কায়েস মারা গেছেন। এক মাস আগে তিনি করোনা প্রতিরোধী টিকা নিয়ে ছিলেন।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যু হয় তার। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।
মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ বলেন, রবিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে তার করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়। বিকালে তার ফল পজিটিভ আসে। এরপর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়।
জানা গেছে, বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন সামাদ চৌধুরী। রবিবার তিনি ঢাকা যাওয়ার পথে বিমানের মধ্যেই অসুস্থ অনুভব করায় সেখান থেকে সরাসরি হাপাতালে নেয়া হয়।
তিনি যুক্তরাজ্যের বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও যুক্তরাজ্যভিত্তিক টিভি ‘চ্যানেল এস’ এর চেয়ারম্যান ছিলেন।