ঢাকা বুধবার, ৩০শে জুলাই ২০২৫, ১৬ই শ্রাবণ ১৪৩২


উপসচিব হলেন ৩৩৭ কর্মকর্তা


৭ মার্চ ২০২১ ২১:৩৭

জনপ্রশাসনে বড় পদোন্নতিতে একসঙ্গে ৩৩৭ জন কর্মকর্তাকে উপসচিব করেছে সরকার। সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি দিয়ে রবিবার (৭ মার্চ) দুটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একটি প্রজ্ঞাপনে বিদেশে চাকুরিরত ১৫ জন কর্মকর্তা এবং অন্যটিতে ৩২২ জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়েছে।

পদোন্নতি দিয়ে রেওয়াজ অনুযায়ী তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আলাদা আদেশে পরে তাদের পদায়ন করা হবে।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে থাকা ১৫ জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে নতুন উপসচিবদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি।

নতুন বছরে প্রশাসনে এটাই বড় ধরনের পদোন্নতি। এর আগে গত ২৬ সেপ্টেম্বর ৯৮ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব ও ৫ জুন ১২৩ জন কর্মকর্তাকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছিল।