পুলিশ আসার খবরে ছাত্রদলের অবরোধ ৫ মিনিটেই শেষ!

ঝটিকা মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট। মিছিল শেষে নগরীর জিন্দাবাজারে ৫ মিনিট সড়ক অবরোধ করে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা। তবে পুলিশ আসার খবর পেয়েই ছত্রভঙ্গ হয়ে যান তারা। আজ সোমবার (১ মার্চ) বিকাল সৌয়া ৩ টায় ঝটিকা মিছিল পরবর্তীতে নগরীর জিন্দাবাজার পয়েন্ট অবরোধ করে সমাবেশ শুরু করে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।
এসময় সরকার মানুষের বাকস্বাধীনতা হরণ করছে উল্লেখ করে তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার মানুষের স্বাধীনতা হরণ করেছে। মানুষকে প্রশাসন দিয়ে জিম্মি করার চেষ্টা করছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, তুমি তৈরি থাকো। তোমার পতন হবে। জনগণকে সাথে নিয়ে তোমার পতন করা হবে। কিন্তু বক্তব্য চলাকালেই জিন্দাবাজার পৌঁছায় পুলিশের একটি গাড়ি। সাথে সাথেই উধাও হয়ে যান কয়েকশ’ নেতাকর্মী।
জানা গেছে, বিকাল ২টা ৫৫ মিনিটে জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা নগরীর কোর্ট পয়েন্ট থেকে একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি জিন্দাবাজার পয়েন্টে এসে শেষ করেন তারা। পরে জিন্দাবাজার পয়েন্টে জড়ো হয়ে নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখেন। তবে ৫ মিনিটের মধ্যে পুলিশ আসার খবর পেয়ে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যান তারা।