প্রচ্ছদ জাতীয় সৈয়দ আবুল মকসুদ আর নেই জাতীয় স্টাফ করেসপন্ডেন্ট ২৪ ফেব্রুয়ারি ২০২১ ০২:০৭ খ্যাতিমান কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ আর নেই। মঙ্গলবার সন্ধ্যায় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সৈয়দ আবুল মকসুদের ছেলে সৈয়দ নাসিফ মকসুদ।