ঢাকা বুধবার, ২৪শে ডিসেম্বর ২০২৫, ১১ই পৌষ ১৪৩২


মামলা করলেন নিহত সাংবাদিক মুজাক্কিরের বাবা


২৩ ফেব্রুয়ারি ২০২১ ২০:৫৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চাপরাশিরহাটে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের বাবা হত্যা মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ১১টায় মুজাক্কিরের বাবা নোয়াব আলী মাস্টার বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।