উর্দুভাষী ভাষা সৈনিকদের স্বীকৃতি প্রদানের দাবি

রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়ে অবদান রেখেছিলেন বাংলাদেশের উর্দুভাষীরাও। তাদের মধ্যে উল্লেখযোগ্যদের একুশে পদক দেয়ার আহ্বান জানিয়েছেন মিরপুরের ক্যাম্পে বসবাসরত বিহারিরা।
রবিবার (২১ ফেব্রুয়ারী) রাজধানীর পল্লবীর মিরপুর শাহীন স্কুলে উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলন ও ওয়েলফেয়ার মিশন অব বিহারি স্টুডেন্ট'স আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, উর্দুভাষী ভাষা সৈনিক ভাষা সৈনিক ড. ইউসুফ হাসানসহ সকল শহীদদের স্মরণে আলোচনা সভায় এ দাবি জানান বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসির ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক বলেন, বাংলাদেশে ৪০ টি ভাষাভাষীর মানুষ বসবাস করেন। যাদের অনেকেই ভাষাগতভাবে সংখ্যালঘু। পার্বত্য চট্টগ্রামের আদিবাসী'রাও কিন্তু ভাষাগত ভাবে সংখ্যালঘু। প্রত্যেকের নিজের মাতৃভাষায় কথা বলার অধিকার আছে। বিগত দিনগুলোতে বহু সরকার এসেছে-গিয়েছে। কিন্তু কেউ আপনাদের দুঃখকষ্ট নিয়ে চিন্তা করেনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা আপনাদের পুনর্বাসনে উদ্যোগ নিয়েছেন। আপনাদের সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে পুনর্বাসনের জন্য কাজ করতে হবে।
ওয়েলফেয়ার মিশন অব বিহারি স্টুডেন্টস'র সভাপতি মোঃ ইমরান আহমেদ বলেন, “৫২র ভাষা আন্দোলন হয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে, উর্দু ভাষার বিরুদ্ধে নয়। তাই ৪৮ থেকে ৫২ পর্যন্ত দীর্ঘ ৪ বৎসরের এই আন্দোলনে বহু সংখ্যক উর্দুভাষী কবি-সাহিত্যিক-সাংবাদিক-ছাত্র-পেশাজীবি ও সচেতন উর্দুভাষী নাগরিকেরাও অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে সাংবাদিক জয়নুল আবেদীন ও ডক্টর সৈয়দ ইউসুফ হাসান ও নাওশাদ নূরী অন্যতম। ভাষা আন্দোলনে উনারা প্রত্যক্ষ্যভাবে অংশগ্রহণ করেছিলেন। উনাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে একুশে পদক প্রদান করার দাবি জানাচ্ছি।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ওয়েলফেয়ার মিশন অব বিহারিজের সভাপতি মোস্তাক আহমেদ, উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি মো. সাদাকাত খান ফাক্কু, সাধারণ সম্পাদক শাহিদ আলি বাবলু, এসপিজিআরসি মিরপুরের সভাপতি আলি মোহাম্মদ, ওয়েলফেয়ার মিশন অব বিহারিজের সাধারণ সম্পাদক মো. হেলাল, মিরপুর ১১ রিলিফ কমিটির চেয়ারম্যান সারফারাজ আলম, এসপিজিআরসি মিরপুর শাখার সাধারণ সম্পাদক মাহতাব আলম, ইউএসপিওয়াইআরএমের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রেজা খান, দপ্তর সম্পাদক শেখ নাজের উদ্দিন রাশেদ, এসপিজিআরসি মিরপুর শাখার সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, প্রচার সম্পাদক মো. আরমান, ওয়েলফেয়ার মিশন অব বিহারিজের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার, সাধারণ সম্পাদক মাকসুদ আলম, সাধারণ সম্পাদক দিলশাদ আহমেদ, সোহেল প্রমুখ।