ভাষা শহীদদের প্রতি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
আজ রবিবার সকাল সাড়ে আটটায় শহীদ মিনারে মহানগর উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা।
এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি ছাড়াও নগর নেতা নাজিম উদ্দীন, জাহানারা বেগম, মতিউর রহমান মতি, আজিজুল হক রানা, ইউলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি, আমিনুল ইসলাম আমিন, মিজানুল ইসলাম মিজু, এসএম মাহবুব, জাহাঙ্গীর আলম মজনু, আব্দুল আউয়াল শেখ, এমএ হামিদ, রোকেয়া সুলতানা পলি, হিমাংশু কিশোর দত্ত, আফরোজা খন্দকার, আবু ইলিয়াস রব্বানী লিখন, আবুল হাসনাতসহ বিপুলসংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।