ঢাকা মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫, ১৫ই শ্রাবণ ১৪৩২


এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক


২০ ফেব্রুয়ারি ২০২১ ১৭:১৩

ফাইল ছবি

দেশের বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে খ্যাতিমান এই অভিনেতার মৃত্যুর পরপর রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের পক্ষ থেকে গণমাধ্যমে শোকবার্তা পাঠানো হয়।

শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এটিএম শামসুজ্জামানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এটিএম শামসুজ্জামান শনিবার সকালে রাজধানীর সুত্রাপুরের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ জোহর জানাজা শেষে এটিএম শামসুজ্জামানকে জুরাইন কবরস্থানে তার বড় ছেলে কামরুজ্জামান কবীরের পাশে সমাহিত করা হবে।