পল্লবীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক সম্রাট কামরান গ্রেপ্তার
-2020-12-12-01-14-05.jpg)
পল্লবীতে ইয়াবা ও হেরোইন সহ কামরান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে পল্লবীর মাদক খ্যাত মিল্লাত ক্যাম্পের পাশ থেকে অভিযান চালিয়ে এই কুখ্যাত মাদক ব্যবসায়ী কামরানকে ২০০ পিছ ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেন পল্লবী থানার এস আই শামীম ও এএসআই মোঃ ফেরদৌস।
স্থানীয় সূত্র জানায়, কামরানের শাশুড়ী আনোয়ারি বেগম মিরপুর জুড়েই মাদক ব্যবসা করাতেন। দুই মাস আগেই মিল্লাত ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী আনোয়ারীকে দুই কোটি টাকার মাদকসহ গ্রেপ্তার করে র্যাব। এরপর থেকে আনোয়ারীর মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছিলো কামরান।
মাদক ব্যবসায়ী কামরানকে গ্রেপ্তাররের বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার উপ-পরিদর্শক মোঃ শামীম জানান,মাদক মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তারের পর থেকেই মিরপুর এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল কামরান। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এসময় তার কাছ থেকে ২০০ পিছ ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।