ঢাকা সোমবার, ২৮শে জুলাই ২০২৫, ১৪ই শ্রাবণ ১৪৩২


রাতের আঁধারে পরকীয়া প্রেমিক ধরা, অতঃপর...


২ ডিসেম্বর ২০২০ ১৯:৩০

মাদারীপুরের কালকিনি উপজেলায় রাতের আঁধারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে আবু কালাম ঘরামী (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।


মঙ্গলবার রাতে উপজেলার উত্তর রাজদী গ্রামে এ ঘটনা ঘটে।

আটক যুবক কালকিনির পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের আবদুল হক ঘরামী ছেলে।

এলাকাবাসী জানান, উপজেলার উত্তর রাজদী গ্রামে এক দুবাই প্রবাসীর স্ত্রীর সঙ্গে একেই এলাকার আবু কালাম ঘরামীর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল।

এ সম্পর্কের জের ধরে আবু কালাম গোপনে রাতের আঁধারে দেখা করার জন্য ওই প্রবাসীর স্ত্রীর ঘরে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন প্রেমিক আবু কালামকে ওই ঘরের মধ্যে আটক করে রাখে। পরে কালকিনি থানা পুলিশের হাতে তাকে সোপার্দ করেন স্থানীয় লোকজন।

স্থানীয় আবুল হাওলাদারসহ বেশ কয়েকজন বলেন, আবু কালাম ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরে অনৈতিক কর্মকাণ্ড করতে গেলে এলাকাবাসী তাকে আটক করেন। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন।

দুবাই প্রবাসী বলেন, আবুল কালাম দীর্ঘদিন ধরে আমার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করে আসছে। আমি আবুল কালামের দৃষ্টান্তমূলক বিচার চাই।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাছির উদ্দিন মৃধা বলেন, ওই যুবককে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলার প্রক্রিয়া চলছে।