ঢাকা সোমবার, ২৮শে জুলাই ২০২৫, ১৪ই শ্রাবণ ১৪৩২


২০ লাখ জাল টাকাসহ আটক ৩


২ ডিসেম্বর ২০২০ ১৯:১৬

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ লাখ জাল টাকাসহ তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১ ডিসেম্বর) মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাদের আটক করে ডিবির তেজগাঁও বিভাগের সঙ্গবদ্ধ অপরাধ, গাড়িচুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

আটকরা হলেন- মো. সুমন মিয়া (৩০), মো. বিপ্লব হোসেন (৩২) ও মো. রাজিব শিকদার (৩৫)।

ডিবির সহকারি কমিশনার (এসি) মো. বায়েজীদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটক সুমনের কাছ থেকে হতে ১০ লাখ জাল টাকা, বিপ্লবের কাছ থেকে ৬ লাখ জাল টাকা এবং রাজিবের কাছ থেকে ৪ লাখ জাল টাকা উদ্ধার করা হয়। তারা তিনজনই টাকাগুলো প্লাস্টিকের বাজারের ব্যাগে বহন করছিলেন।

তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।