ঢাকা সোমবার, ২৮শে জুলাই ২০২৫, ১৪ই শ্রাবণ ১৪৩২


ঢাকা-কলকাতা রুটে বিমানের ফ্লাইট চালু মঙ্গলবার


১ ডিসেম্বর ২০২০ ১৯:১৯

ভারতের কলকাতায় আজ মঙ্গলবার থেকে ঢাকা-কলকাতা রুটে ফের নিয়মিত ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার (৩০ নভেম্বর) এ তথ্য জানায় সংস্থাটি।

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে নিয়মিত ফ্লাইট শুরু করবে বিমান। কলকাতায় সর্বনিম্ন ভাড়া ৪ হাজার ৫২১ ভারতীয় রুপি। টিকিট সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে।

করোনা ভাইরাসের কারণে সাত মাস পর গত ২৮ অক্টোবর থেকে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় ভারতের কলকাতা, দিল্লি ও চেন্নাই রুটে ফ্লাইট চালু করে বিমান। তবে শুরু থেকেই যাত্রীর সংকট দেখা দিলে গত ৯ নভেম্বর বিমান ঘোষণা দেয়, অনিবার্য কারণবশত ১২ নভেম্বর থেকে কলকাতা রুটে ফ্লাইট বন্ধ থাকবে।

ফ্লাইট বন্ধ ঘোষণার ৮ দিন পর মঙ্গলবার (১৭ নভেম্বর) বিমানের ওয়েবসাইটে ১ ডিসেম্বর থেকে ফ্লাইট চালুর ঘোষণা দেয় সংস্থাটি।