ঢাকা সোমবার, ২৮শে জুলাই ২০২৫, ১৪ই শ্রাবণ ১৪৩২


শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টুর মৃত্যুতে মেয়র আতিকের শোক


২০ নভেম্বর ২০২০ ১৮:২২

জাতীয় শ্রমিক লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি'র) মেয়র মোঃ আতিকুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ শুক্রবার ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু সংবাদ শুনে ডিএনসিসির মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মেয়র শোকবার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও মেহনতি মানুষের অধিকার আদায় সংগ্রামের অগ্রসৈনিক ফজলুল হক মন্টু তাঁর কর্ম ও আদর্শের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।