ঢাকা সোমবার, ২৮শে জুলাই ২০২৫, ১৪ই শ্রাবণ ১৪৩২


টেকনাফে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নিহত, ২ লাখ পিস ইয়াবা জব্দ


১৪ নভেম্বর ২০২০ ১৬:০১

সংগৃহিত

টেকনাফে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে মাদক কারবারী এক রোহিঙ্গা নিহত হয়েছে। এ সময় তার নিকট থেকে ২ লাখ ১০হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বিজিবি সদরদপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, ১৩ নভেম্বর রাতে কক্সবাজার রিজিয়নের আওতাধীন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্হ টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ স্লুইচ গেইট এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর একটি বিশেষ টহলদল ১নং স্লুইচ গেইট সংলগ্ন নাফ নদীতে স্পীড বোট যোগে টহলরত অবস্থায় থাকে। আনুমানিক সাড়ে ১০ টায় টহলদল দূর হতে ৩ জন সন্দেহজনক ব্যক্তিকে হস্তচালিত কাঠের নৌকা যোগে শূন্য রেখা অতিক্রম করে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। উক্ত সময়ে বিজিবি’র টহলদল তাদের চ্যালেঞ্জ করলে বিজিবি’র উপস্থিতি লক্ষ্য করা মাত্রই সশস্ত্র ইয়াবা পাচারকারীরা বিজিবি সদস্যদের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। ফলে ২ জন বিজিবি সদস্য আহত হয়। এমতাবস্থায় টহলদল কৌশলগত অবস্থান গ্রহণ করতঃ সরকারী সম্পদ এবং নিজেদের জান ও মাল রক্ষার স্বার্থে পাল্টা গুলি বর্ষণ করে। বিজিবি’র টহলদলের সমন্বিত গুলি বর্ষণে ইয়াবা কারবারীরা তাদের নৌকা হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ২ জন ইয়াবা কারবারী নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। আনুমানিক ২/৩ মিনিট অতিবাহিত হওয়ার পর গোলাগুলির শব্দ থামার পরবর্তীতে টহলদলের সদস্যরা ইয়াবা পাচারে ব্যবহৃত নৌকা হতে ১ (এক) জন অজ্ঞাতনামা ইয়াবা কারবারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। গুরুতর আহত ব্যক্তিকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উল্লেখ্য, বর্ণিত নৌকাটি তল্লাশী করে ছয় কোটি ত্রিশ লক্ষ টাকা মূল্যমানের দুই লক্ষ দশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও গুলিবিদ্ধ ব্যক্তির নিকট থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়। উল্লেখ থাকে যে, নিহতের সঙ্গীয় ইয়াবা কারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের সম্পর্কে কোন ধরণের তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি।