সাড়ে ৩ লাখ টাকার কাজ মাত্র দেড়শ’টাকায়

অবিশ্বাস্য হলেও সত্য সাড়ে ৩ লাখ টাকার একটি কাজ মাত্র দেড়শ’ টাকায় করে ফেলেছেন প্রকৌশলীরা। তাও আবার বাংলাদেশে। হ্যা এটাই সত্য।আর এ কারণে প্রশংসায় ভাসছেন তারা।
জানা গেছে, পাওয়ার গ্রিড কোম্পানির জিএমডি, পিজিসিবি কুমিল্লার আওতাধীন ২৩০ কেভি কুমিল্লা (উত্তর) উপকেন্দ্রের ২২০ ভোল্ট, ডিসি সিস্টেমের বিকল হওয়া মাইক্রো কন্ট্রোলার বেজড ব্যাটারি চার্জার ২ বিকল হয়ে যায়। এর মেরামতের উৎপাদন কোম্পানি এইজি সিঙ্গাপুর সাড়ে ৩ হাজার ইউরোর দরপত্র প্রদান করেন। যা বাংলাদেশি টাকায় ৩ লাখ ৪৯ হাজার ৪০০ টাকা।
কিন্তু কয়েকজন ইঞ্জিনিয়ার অক্লান্ত পরিশ্রমের ফলে নিজস্ব দক্ষতায় তা মাত্র ১৬০ টাকায় সেরে ফেলেছেন। যে সকল ইঞ্জিনিয়ারগণ এতে কাজ করেছেন তারা হলেন, জিএমডি নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন, এসপিএমডি নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী (সংরক্ষণ) বেলাল হোসেন, প্রকৌশলী রেজাউল করিম ও প্রকৌশলী বশির উদ্দিন।
এদিকে এ সাফল্যের কারেণ প্রশংসায় ভাসছেন তারা। রাষ্ট্রের এই টাকা খরচের হাত থেকে তারা বাচিয়েছেন। পাশাপাশি নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন।