ঢাকা সোমবার, ২৮শে জুলাই ২০২৫, ১৪ই শ্রাবণ ১৪৩২


মাহমুদুল্লাহ করোনায় আক্রান্ত


৮ নভেম্বর ২০২০ ১৯:২০

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার উদ্দেশ্যে করা করোনা পরীক্ষায় তার ফল পজিটিভ এসেছে। ফলে তার আর পিএসএলে খেলতে যাওয়া হচ্ছে না।

এ ব্যাপারে মাহমুদুল্লাহ গণমাধ্যমকে জানান, করোনা টেস্টের রেজাল্ট পজেটিভ হওয়ায় তিনি নিজেও অবাক হয়েছেন। তিনি বলেন, ‘পাকিস্তান যাওয়ার জন্যই পরীক্ষা করিয়েছিলাম ৬ তারিখ। পজেটিভ আসার পর চমকে গেছি। নিশ্চিত হওয়ার জন্য পরেরদিন আবার করালাম। এবারও পজেটিভ। এমনিতে কোনো সমস্যা নেই। দুই দিন আগে থেকে হালকা একটু ঠান্ডা লেগেছে, যেটা নরম্যালই হতে পারে। এ ছাড়া কোনো উপসর্গ নেই। আপাতত বাসায়ই আইসোলেশনে আছি।’

তিনি আরও বলেন, ‌’পিএসএলে খেলা হচ্ছে না, হতাশাজনক তো বটেই। যথেষ্ট সাবধান ছিলাম। তবু কীভাবে হলো, জানি না। কিছু করার নেই। ভবিষ্যতে আবার সুযোগ আসবে, ইনশাআল্লাহ। এখন যাতে আমাদের টি-টোয়েন্টি টুর্নামেন্টটি খেলতে পারি, সেটাই আশা করছি।’