ঢাকা শনিবার, ২৬শে জুলাই ২০২৫, ১২ই শ্রাবণ ১৪৩২


গত ২৪ দেশে ঘণ্টায় নতুন আক্রান্ত ৩১৬৩, মৃত্যু ৩৩ জনের


১৪ জুলাই ২০২০ ২০:৪০

ছবি অনলাইন

চীনের উহান শহর থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়া কারোন ভাইরাস বাংলাদেশেও সংক্রমণ শুরু করেছে। ইতোমধ্যে দেশের ৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে ৩৩ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হয়ে মারা গেল ২৪২৪ জন। এছাড়া এই ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩১৬৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনাক্রান্তের সংখ্যা ১,৯০,০৯৭জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩,৪৫৩টি। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।