ঢাকা শুক্রবার, ২৫শে জুলাই ২০২৫, ১১ই শ্রাবণ ১৪৩২


মহাবৃষ্টি বলয়ের প্রভাব শুরু, ৪ বিভাগে অতিভারী বৃষ্টিপাত চলছে


৯ জুলাই ২০২০ ০২:৩৫

ছবি অনলাইন

শুরু হয়ে গেছে বৃষ্টি বলয়ের প্রভাব, সারাদেশে চলছে অতিভারী বৃষ্টিপাত। বৃষ্টি বলয়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে প্রচুর মেঘমালা তৈরি হচ্ছে এবং ইতোমধ্যেই ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জেলাসমূহে মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে. যা পরবর্তী সময়ে দেশের অন্যত্র বিস্তৃত হতে পারে। বুধবার (৮ জুলাই) বিকেলে এ খবর পাওয়া যায়।

এর আগে, বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অপজারভেসন টিম-বিডব্লিউওটি জানিয়েছে, আজ ৮ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত টানা বৃষ্টিপাত হতে পারে। তবে ৯ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত বেশি সক্রিয় থাকবে মহা বৃষ্টি বলয়। এটি বছরের প্রথম মহা বৃষ্টি বলয়। বৃষ্টি বলয় চলাকালীন সময়ে অধিক আক্রান্ত স্থানে আকাশ অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে। মহা বৃষ্টি বলয় চলাকালীন সময় দেশের নিচু এলাকার বন্যা পরিস্থিতি ব্যাপক অবনতি ঘটাতে পারে। ফলে দেশের নিচু এলাকা প্লাবিত হতে পারে।