ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫, ১০ই শ্রাবণ ১৪৩২


করোনায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব খুরশীদ আলমের মৃত্যু


৪ জুলাই ২০২০ ২১:১০

ছবি অনলাইন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব খুরশীদ আলম মহামারী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, খুরশীদ আলম সর্বশেষ যুগ্ম-সচিব হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
কিছুদিন আগে তিনি পিআরএলে গেছেন। খুরশীদ আলম করোনায় আক্রান্ত হয়ে বাসাতেই ছিলেন বলে তিনি জানান। খুরশীদ আলম ছিলেন বিসিএস ৮৬ ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য।