ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫, ১০ই শ্রাবণ ১৪৩২


সীমান্ত পেরিয়ে দুই ভারতীয়কে অপহরণ করেছে বিজিবি, অভিযোগ ভারতের


৪ জুলাই ২০২০ ০১:২৭

সীমান্তরেখা পেরিয়ে ভারতের দুই কৃষককে অপহরণ করার অভিযোগ উঠেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিরুদ্ধে। ভারতীয় গণমাধ্যমে বলা হয়, মুর্শিদাবাদ জেলার রানিনগরের বামনাবাদে দুই ভারতীয় কৃষককে তুলে নিয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এ নিয়ে বিজিবি বাংলাদেশে কোনো বক্তব্য দেয় নি। শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত ভারতীয় প্রতিবেদনে আরও দাবি করা হয়, বিজিবি রক্ষীদের হাতে আটক দুই কৃষকের নাম নয়ন শেখ ও সাইদুল ইসলাম। সীমান্তের ওপারে বাংলাদেশের রাজশাহী। এপারে মুর্শিদাবাদ জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে ভারতীয় ভূখণ্ডে চাষ করছিলেন নয়ন ও সাইদুল। জলঙ্গীর বাসিন্দা তাঁরা। অভিযোগ, তাদের বাংলাদেশে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছে।

অপহৃত দুই ভারতীয় কৃষককে দেশে ফেরানোর বিষয়ে বিএসএফ ও জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন আত্মীয়রা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, বাংলাদেশে আটকে রাখা নয়ন শেখ ও সাইদুল ইসলামকে দেশে ফেরানোর ব্যাপারে কথা চলছে, বিজিবি কমান্ডিং অফিসারদের সঙ্গে কথা বলছেন বিএসএফ অফিসাররা