ঢাকা রবিবার, ২০শে জুলাই ২০২৫, ৬ই শ্রাবণ ১৪৩২


দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৮


২৭ মার্চ ২০২০ ১৭:৫৩

বিশ্বব্যপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব পড়েছে বাংলাদেশেও। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে আক্রান্ত রোগীর সংখ্যা ৪। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা যায়নি কেউ । আজ শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইনে প্রেস কনফারেন্সের মাধ্যমে এ তথ্য জানান।

নতুন আক্রান্তদের মধ্যে ২জন চিকিৎসক রয়েছে।

গতকাল প্রর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪৪জন। মারা গেছে ৫জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১ জন। মোট কোয়েরেন্টাইনে ছিলেন ৪৭,৩৬১ জন। মোট আইসোলেসনে ছিলেন ৩১৮ জন।

উল্লেখ্য, করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে নিয়মিত ব্রিফিং করে আসছে আইইডিসিআর। ব্রিফিংয়ে এ ভাইরাসে বিশ্ব ও বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তথ্য দেয় সরকারি এ সংস্থাটি। এছাড়া এ ভাইরাস নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপ ও ভাইরাসটির সংক্রমণ থেকে কীভাবে মুক্ত থাকা যায় সে বিষয়েও দিক-নির্দেশনা দিয়ে আসছে তারা।

নতুনসময়/আইকে