ঢাকা রবিবার, ২০শে জুলাই ২০২৫, ৬ই শ্রাবণ ১৪৩২


করোনা আতঙ্ক : বাসা ভাড়া মওকুফ করলেন আরও এক বাড়িওয়ালা


২২ মার্চ ২০২০ ১৭:১১

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঢাকার শেখ শিউলি হাবিব নামের এক ভবন মালিক নিজের ভাড়াটিয়াদের চলতি মাসের ভাড়া মওকুফ করে দেখিয়েছেন উদারতা। এ উদ্যোগের প্রশংসার মধ্যেই এবার খোঁজ পাওয়া গেলো তার মতো আরও এক উদার বাড়িওয়ালার। তিনিও মওকুফ করে দিয়েছেন ভাড়াটিয়াদের ভাড়া। তাও এক নয় দুই মাসের ভাড়া! আর ওই টাকা দিয়ে যেন অন্যকে সাহায্য করা হয় সেজন্য জানিয়েছেন অনুরোধ।

শনিবার (২১ মার্চ) মুহিব রহমান নামের ওই বাড়িওয়ালা তার ফেসবুক ওয়ালে দেওয়া এক স্ট্যাটাসে ভাড়া মওকুফের বিষয়টি জানান।

একটি নোটিশের ছবি সংযুক্ত করে দিয়ে ক্যাপশনে তিনি লেখেন, ‘আমাদের হাজারিবাগ বেড়িবাধ এলাকার বাসায়, যেখানে নিম্নবিত্তরা ভাড়া থাকেন তাদের জন্য আজকে কিছু করার চেষ্টা করলাম। আইডিয়াটা ইন্টারনেট থেকে পাওয়া। আমরা সবাই কি এ ধরনের শো অফ করতে পারি না?’

‘আমি এই বাড়ি ভাড়ার উপর নির্ভরশীল না বলেই এটা করতে পেরেছি। সবার কাছেই এটা আশা করা বোকামি। অনেকের সংসার চলেই বাড়ি ভাড়ার টাকায়।’

২১/০৩/২০২০ তারিখে দেওয়া ওই নোটিশে লেখা ছিল, ‘প্রিয় ভারাটিয়াগণ, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপনাদের আগামী দুইমাসের ভাড়া মওকুফ করা হলো। বিশেষ অনুরোধ- ১. ভাড়ার টাকা দিয়ে পারলে কারও সাহায্য করুন। ২. ইলেকট্রিক বিল সময়মতো নিজ দায়িত্বে পরিশোধ করুন। ৩. কিছুক্ষণ পরপর সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। ৪. অপ্রয়োজনে বাসার বাইরে যাবেন না।’

বিআর