ঢাকা রবিবার, ২০শে জুলাই ২০২৫, ৬ই শ্রাবণ ১৪৩২


রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাতের পর যে সিদ্ধান্ত আসলো


২২ মার্চ ২০২০ ০১:১১

২৬ মার্চের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ও বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বাতিল করা হয়েছে।এদিন সাভারের স্মৃতিসৌধে কোনো অনুষ্ঠান হবে না।এছাড়াও স্থগিত করা হয়েছে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান। আজ শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের পর এই সিদ্ধান্তের ঘোষণা দেয়া হয়।

এর আগে জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে ডাকা সংসদের বিশেষ অধিবেশনও স্থগিত করেন রাষ্ট্রপতি। এছাড়া ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন এবং দুটি সংসদীয় আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।


করোনাভাইরাসে দেশে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন দুজন। আর মোট আক্রান্ত ২৪ জন। আর বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ১২ হাজারের কাছাকাছি।