ঢাকা রবিবার, ২০শে জুলাই ২০২৫, ৬ই শ্রাবণ ১৪৩২


ফলাফলের আগেই প্রত্যাখ্যান বিএনপি প্রার্থী রবির


২২ মার্চ ২০২০ ০১:১০

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনের ফলাফল এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন (ইসি)। তবে বিকেল ৩টা নাগাদ এই উপ-নির্বাচনে ৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মো. আলমগীর। এরই মধ্যে ফলাফল আগাম প্রত্যাখ্যান করে নির্বাচন ব্যবস্থা পরিবর্তনের দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি।

তিনি বলেন, ‘যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, সেই নির্বাচনে জয়-পরাজয়ের কোনো সম্পর্ক নেই। এ নির্বাচনে যদি আমাকেও বিজয়ী ঘোষণা করা হয়, তাহলেও সেটা গ্রহণযোগ্য হবে না। কারণ এ নির্বাচনে কোনো ভোটার ভোট দেননি।’

শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন চলছে ভোটগণনা।

দিনব্যাপী ভোটগ্রহণ শেষে বিকেলে বাংলামোটরের হক টাওয়ারে নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে ধানের শীষের প্রার্থী রবিউল আলম অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ, নির্বাচন কমিশন ও প্রশাসন একাকার হয়ে সকাল সাড়ে ৯টার মধ্যে সব কেন্দ্র থেকে আমাদের এজেন্ট বের করে দিয়েছে। এ কেন্দ্র দখলের খবর শুনে ভোটাররা আতঙ্কিত হয়ে গেছেন। নিজেরা নাজেহাল হওয়ার ভয়ে তারা আর ভোট দিতে আসতে উৎসাহিত হয়নি। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৩৬টি কেন্দ্রে ঘুরেছি। ভোটার উপস্থিতির চিত্র খুবই ভয়াবহ দেখেছি।’

‘৪৫ জন আহত হয়েছেন। এরমধ্যে মহিউদ্দিন মাহী, মেহেদী হাসানের অবস্থা গুরুতর। গ্রেপ্তার হয়েছেন হাজারীবাগ থানায় ১২ জন। তার মধ্যে নয়জন আমার এজেন্ট। নিউমার্কেটে ১০ জন গ্রেফতার। সেখানেও আমার চার/পাঁচজন এজেন্ট রয়েছেন।’

রবিউল আলম বলেন, ‘জাতীয় রাজনীতির গুরুত্ব ও গণতন্ত্র বিবেচনা করে নির্বাচনে ছিলাম। জনগণের মধ্যে ভোটভীতি ছিল সেটা আপনারা জানেন। জনগণ আর ভোট দিতে চাচ্ছে না। একদলীয় কর্তৃত্ব, দখল, বল প্রয়োগের রাজনীতি, কেন্দ্র দখল করে নিজেদের মতো করে ভোট দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে জনগণ ভোট না দিলেও সময় পার হয়ে যাওয়ার পরে নিজেদের মতো করে ফলাফল ঘোষণা করা বাংলাদেশে প্রতিষ্ঠিত। তারপরও আশা করেছিলাম সরকার এ নির্বাচনটা ফেয়ার করবে। কিন্তু দুঃখজনক ও কলঙ্কজনক একটা নির্বাচন হলো।’

‘আমি আশা করবো সরকার এ উপ-নির্বাচনের ফলাফল বাতিল করে নতুন করে আবার নির্বাচনের তারিখ ঘোষণা করবে। ’

সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ সম্পন্ন হয়। এই আসনে মোট ভোটার তিন লাখ ১২ হাজার ২৮১ এরমধ্যে পুরুষ ১ লাখ ৬৮ হাজার ৭৭৭ এবং নারী ভোটার ১ লাখ ৪৩ হাজার ৫০৪ জন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিএনপির শেখ রবিউল আলম, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) আব্দুর রহীম।

ঢাকা- ১০ আসনের সংসদ সদস্য ছিলেন শেখ ফজলে নূর তাপস। গত ১ ফেব্রুয়ারি সিটি নির্বাচনে ডিএসসিসির মেয়রপদে তিনি নির্বাচিত হয়েছেন।

এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর তিনি এই আসন থেকে পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

নতুন সময়/এআর