ওমরাহযাত্রীসহ আটকেপড়া ৪০৬ জনকে নিয়ে ঢাকায় নামলো ফ্লাইট

দেশে রয়েছে মারাত্মক করোনা ঝুঁকি। নতুন করে বাংলাদেশে আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী। আক্রান্তরা সবাই একই পরিবারের সদস্য। এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৭ জন বলে জানিয়েছে আইইডিসিআর।
এদিকে ঝুকিঁর মধ্যেই সৌদি আরব থেকে ৪০৬ জন দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সৌদি এয়ারলাইন্সের এসভি-৩৮০৫ নম্বর ফ্লাইটে তারা ঢাকায় অবতরণ করেন। ফ্লাইটের অধিকাংশ যাত্রীই ওমরাহ করতে গিয়ে সৌদিতে আটকে গিয়েছিলেন।
সৌদি সরকারের বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট ওঠা-নামায় নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে এবং ওমরাহ যাত্রীদের মানবিক বিবেচনায় তারা ফ্লাইটের অনুমতি দেয়। তবে তাদের সৌদিফেরতদের হোম কোয়ারেন্টিনে পাঠানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত জানাতে পারেনি বিমানবন্দর স্বাস্থ্য বিভাগ।