ঢাকা শনিবার, ১৯শে জুলাই ২০২৫, ৫ই শ্রাবণ ১৪৩২


ওমরাহযাত্রীসহ আটকেপড়া ৪০৬ জনকে নিয়ে ঢাকায় নামলো ফ্লাইট


২০ মার্চ ২০২০ ০২:৫৮

দেশে রয়েছে মারাত্মক করোনা ঝুঁকি। নতুন করে বাংলাদেশে আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী। আক্রান্তরা সবাই একই পরিবারের সদস্য। এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৭ জন বলে জানিয়েছে আইইডিসিআর।

এদিকে ঝুকিঁর মধ্যেই সৌদি আরব থেকে ৪০৬ জন দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সৌদি এয়ারলাইন্সের এসভি-৩৮০৫ নম্বর ফ্লাইটে তারা ঢাকায় অবতরণ করেন। ফ্লাইটের অধিকাংশ যাত্রীই ওমরাহ করতে গিয়ে সৌদিতে আটকে গিয়েছিলেন।

সৌদি সরকারের বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট ওঠা-নামায় নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে এবং ওমরাহ যাত্রীদের মানবিক বিবেচনায় তারা ফ্লাইটের অনুমতি দেয়। তবে তাদের সৌদিফেরতদের হোম কোয়ারেন্টিনে পাঠানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত জানাতে পারেনি বিমানবন্দর স্বাস্থ্য বিভাগ।