ফরিদপুরে মুজিববর্ষের উদ্বোধন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন
বিভিন্ন কর্মসূচি ও উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ফরিদপুরে স্বাধীন বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী- মুজিববর্ষের উদ্বোধনী দিনের নানা আয়োজন ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দিবসের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল আটটায় শহরের অম্বিকা ময়দান প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপির পক্ষে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এরপর ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক অতুল সরকার, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, পুলিশ সুপার মো. আলিমুজ্জামানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন নেতা-কর্মী-সংগঠকরা। এর আগে জাতির পিতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে সীমিত আকারে মুজিববর্ষ র্যালি অম্বিকা ময়দান থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ে মুজিববর্ষ মঞ্চে এবং সকল উপজেলায় শত-সহস্র কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনা, ১০০ পাউন্ড কেক কাটা, একযোগে বেলুন উড়ানো হয়। পরে সীমিত আকারে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
জেলাজুড়ে একযোগে ৫০০ জন ভূমিহীন ও ৫০০ জন গৃহহীনের মাঝে জমির কবুলিয়ত ও ঘরের চাবি হস্তান্তর, ২০০ জন দুস্থ মানুষের মাঝে ঢেউটিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।
দিনব্যাপী জেলা প্রশাসনসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনে খাবার ও মিষ্টি বিতরণ, ফরিদপুর কারাগারে জাতির পিতার স্মৃতি বিজড়িত স্থানে পুস্পস্তবক অর্পণ, কারাগার, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ফরিদপুরে বর্ষব্যাপী ১০০+ নতুন উদ্যোগসহ নানা ধরনের সেবামুখি কর্মসূচি গ্রহণ ও বাস্ততবায়িত হচ্ছে। সমগ্র জেলায় স্থানীয় রাজনীতিবিদদের সহযোগিতায় ১০০টি মুজিববর্ষ গেট নির্মাণ, ফরিদপুর পৌরসভাসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা, জাতির পিতার ছবি সম্বলিত মুজিববর্ষ বিলবোর্ড স্থাপন, শহরের রাজবাড়ি রাস্তার মোড়ে স্থানীয় রাজনীতিবিদদের মাধ্যমে জাতীয় সংসদের আদলে মুজিববর্ষ উদ্যাপন গ্যালারি করা হয়েছে।
এবারের ব্যতিক্রমী উদ্যোগ অনলাইনে মুজিববর্ষ উদ্যাপন। বৈশ্বিক প্রাদুর্ভাব করোনার কারণে একত্রে জমায়েত হওয়ার ক্ষেত্রে বিধি-নিষেধ থাকায় সমাজের সকল স্তরের শিশু-কিশোরদের মুজিববর্ষ উদ্যাপন কর্মসূচিতে সম্পৃক্ত করার লক্ষ্যে ফেইসবুক গ্রুপ ‘ফরিদপুরে মুজিববর্ষ উদযাপন’ এর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ফলে করে প্রত্যেকেই তার নিজ নিজ ঘরে থেকেই মুজিববর্ষের উদযাপনের আনন্দ উপভোগের সুযোগ পাচ্ছে।
রাত আটটায় আলোক বন্যা (আতশবাজি ও ফানুস উৎসব) অনুষ্ঠিত হয়।
সকল কার্যক্রমকে আরো তাৎপর্যময় করেছে ১৭ মার্চ উপলক্ষ্যে জেলা প্রশাসন প্রকাশিত ‘প্রশাসন প্রবাহ’ পত্রিকার বিশেষ সংখ্যা।
এআর