ঢাকা শনিবার, ১৯শে জুলাই ২০২৫, ৫ই শ্রাবণ ১৪৩২


বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিমান ও সেনাবাহিনীর র‍্যালি


১৭ মার্চ ২০২০ ১৭:৪৫

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিমান ও সেনাবাহিনীর র‍্যালি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে র‍্যালি করেছে বিমান বাহিনী ও সেনাবাহিনী।

ঢাকা সেনানিবাসের সৌদি কলোনি থেকে র‍্যালি শুরু করেন বিমান বাহিনীর সদস্যরা। বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে সকাল পৌনে সাতটায় র‍্যালিতে অংশগ্রহণ করেন তারা।

র‍্যালী শেষে বক্তব্য রাখেন- সহকারী বিমান বাহিনী প্রধান, পরিচালন, এয়ার ভাইস মার্শাল আবুল বাশার।

এদিকে, সূর্যোদয়ের সাথে সাথে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুরাতন বিমান বন্দর এলাকায় ১শ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানে শুরু হয়। পরে ঢাকা সেনানিবাসের সিগন্যাল গেট থেকে র‍্যালি শুরু করেন সেনা সদস্যরা।

বিআর