ঢাকা বৃহঃস্পতিবার, ১৭ই জুলাই ২০২৫, ৩রা শ্রাবণ ১৪৩২


লন্ডনে করোনাভাইরাসে আরেক বাংলাদেশির মৃত্যু


১৪ মার্চ ২০২০ ১৭:২৯

লন্ডনে প্রাণঘাতী করোনাভাইরাসে আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) ভোরে পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যক্তির।

৩৬ বছর বয়সী ওই ব্যক্তি লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে থাকতেন। তিনি সিলেটের অধিবাসী। ওই ব্যক্তির মরদেহ রয়েল লন্ডন হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মরদেহ স্বজনদের কাছে কীভাবে কখন হস্তান্তর করা হবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গত, শুক্রবার পর্যন্ত যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১২জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দু’জন বাংলাদেশি। এর আগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী তৃতীয় ব্যক্তি ছিলেন ম্যানচেস্টারে বসবাসরত ৬০ বছর বয়সী আরেক বাংলাদেশি।

বিআর