বরিশালে ৯টি সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বরিশাল বিভাগের ৯টি নির্মিত সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১২ মার্চ) বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এসময় বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বরিশাল অঞ্চলে সেতু নির্মান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাকেরগঞ্জের একজন শিক্ষকও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
ভিডিও কনফারেন্সকালে উপস্থিত ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সংসদ সদস্য নাসরিন জাহান রত্না, সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা মরিনুর নাহার মেরী,বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন হোসেন চৌধুরী প্রমূখ।
সেতুগুলি হল- বরিশাল জোনের বরিশাল জেলায় সৌদের খাল সেতু, গয়না ঘাটা সেতু, আশোকাঠি সেতু, রহমতপুর সেতু, রায়েরহাট সেতু, বোয়ালিয়া বাজার সেতু, বাকেরগঞ্জ সেতু, ঝালকাঠিতে কাঠালবাড়ি সেতু ও পিরোজপুরে বটতলা সেতু।