বেরাইদে স্থানীয়দের ওপর হামলা ও বাস ভাঙচুর ইউনাইটেড গ্রুপ সন্ত্রাসীদের

রাজধানীর বাড্ডা এলাকার বেরাইদে স্থানীয়দের ওপর হামলা ও বাস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছেন, ইউনাইটেড গ্রুপের সন্ত্রাসীরা ওই হামলা ও ভাঙচুর চালায়।
গতকাল বুধবার রাতের এই হামলায় আহত হয়েছে ৪০ জনের বেশি। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শাহজাদপুর এলাকার শেফ টেবিল রেস্টুরেন্টের সামনে পরপর তিনটি বাসে হামলা চালায় ইউনাইটেড গ্রুপের সন্ত্রাসীরা। এ সময় ঘরে ফেরা এলাকার নীরিহ বাসযাত্রীদের বেধড়ক মারধর করে কারো কারো মাথাও ফাটিয়ে দেওয়া হয়।
ইউনাইটেডের সন্ত্রাসীরা বাস ভাংচুর করে
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আয়ূব আনসার মিন্টু অভিযোগ করেন, দীর্ঘদিন থেকেই নিরীহ এলাকাবাসীর জমি জোরপূর্বক দখল করে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে চলছে ইউনাইটেড গ্রুপ। দখলবাজির কারণেই এলাকাবাসীর সঙ্গে ইউনাইটেড গ্রুপের বিরোধ ছিলো।
ধারণা করা হচ্ছে, এরই জের হিসেবে গ্রামবাসীর মধ্যে ভীতি সঞ্চার করতে এই হামলা চালানো হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নতুনসময়/আনু